টাইম শেষ?

আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে আমিই কি জিগাইছিলাম নাকি উনি নিজেই বলতেছিলেন মনে নাই। কোনো সভায় না আলাপে তাও মনে নাই। আমি তখন বাংলাবাজার পত্রিকায়। স্যারের উত্তরার বাসায় ডিকটেশন নিতে যাইতাম। উনি ধীরে ধীরে বলতেন, আমি শুইনা শুইনা কাগজে তুলতাম। সে অনেক দিন আগের কথা। কত, বিশ চব্বিশ বছর হবে বা। যে এই যে লুটপাট করে সরকারের লোকেরা, বিজনেসম্যানরা এগুলি কি বন্ধ হবে না?

তখন সায়ীদ স্যার বলতেছিলেন যে, লুটপাট যারা করতেছে তাদের যখন নিরাপত্তার প্রয়োজন হবে তখন অপেক্ষাকৃত চুনোপুটিদের লুটপাট বন্ধেরও ব্যবস্থা হবে।

উনি বলতে চাইছেন লুটপাট সব সময়ই চলবে এমন না।

তো আপনি কী মনে করেন, বড় লুটপাট কি ছোট লুটপাটরে আরো সময় দিবে?

ছোট লুটপাটিয়াদের আসলেই কি টাইম শেষ? বড়রা, লুট মহারাজারা কি এখনই সিকিউরিটি কাণ্ড শুরু কইরা দিছেন তবে? তারা কারা, আব্বারা?

২৭/৯/২০১৯

Leave a Reply