দায়বদ্ধতা শিখতে টিচারদের ডাকছে সম্মিলিত বাংলা ব্লগ কমিউনিটি

‘সম্মিলিত বাংলা ব্লগ কমিউনিটি’র পক্ষ থিকা একটা ইমেইল আসছে। তা থিকা জানতে পারলাম, ১৯ ডিসেম্বর ২০১৪ বাংলা ব্লগ দিবস উপলক্ষে টিচার আনিসুজ্জামানরে বিশেষ অতিথি করছে সম্মিলিত বাংলা ব্লগ কমিউনিটি।

আর আলোচনায় থাকতেছেন আরেক টিচার ফাহমিদুল হক।

এবং “সাথে আলোচনায় থাকবেন কতিপয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী।”

‘সাথে’ এবং ‘কতিপয়’-এর মত অসম্মানজনক শব্দ-ব্যবহার খেয়াল করতে বলব।

ওনাদের আলোচনার বিষয়: ‘যোগাযোগে সামাজিক মাধ্যম ও আমাদের দায়বদ্ধতা’।

হাঃ হাঃ, ভেরি নাইস খুব ভাল, ব্লগার বা ‘কতিপয়’গো লগে ছাত্রছাত্রীগো পার্থক্য ঘুচিতে চলিল!

টিচারদের শিক্ষা দেওয়াই যেইখানে ব্লগারদের কাজ হইতে পারে সেইখানে এই উল্টা কাণ্ড কেন ঘটতেছে, কারা ব্লগারদের ছাত্র বানাইতে চাইতেছে, দায়বদ্ধতা শিখাইতে চাইতেছে ভাবতে সম্মিলিতদের আজ্ঞা হউক।

১৫/১২/২০০১৪

Leave a Reply