ধর্মের ঠাকুরকে যেন আমি আঘাত না দেই কভু, হে প্রভু!

আমি সাবধান থাকার চেষ্টা করি কোনো ধর্মকে যাতে আঘাত না দিয়া ফালাই। এইটা আমার ভালমানুষি মোটে নয়। ভয়—ভয়ই সেই কারণ।

কিন্তু দেখা যায় বার বারই বাঙালি সেকুলার মধ্যবিত্তের ‘রবীন্দ্রনাথ’ ধর্মে আঘাত দিতেছি আমি। আমার ভয় সেইখানে আমারে রক্ষা করে না। এমন না যে রবীন্দ্র অনুসারীদের হাতে কম লোকেরে হেনস্তা হইতে হইছে। বাট রবীন্দ্রনাথের লেখক সত্তারে আক্রমণ করতে গিয়া বা সমালোচনা করতে গিয়া আমি ভুইলা যাই ‘রবীন্দ্র’ নামে একটা ধর্ম বিরাজ করতেছে দুই বাংলায়।

হে রবীন্দ্র ধর্মের অনুসারীগণ, জানবেন আমি আপনাদের ধর্মে আঘাত করতে চাই না। যা কিছু আমার টেগোরালাপ সকলই লেখালেখি আর সমাজ সংসার—রবীন্দ্রনাথে যেখানে আপনাদের ধর্ম, জানবেন সেইখানে আকবরের মতই আমারও কোথাও মায়া রহিয়া গেল।

২২/১০/২০১৪

Leave a Reply