বলেন, নজরুল কেন গুরুত্বপূর্ণ?

নজরুল ভালো গান বা কবিতা লিখছেন ধইরা নিলেও আমাদের কালচারের জন্যে তিনি গুরুত্বহীনই শুধু না, বিপজ্জনকও।

তার সাহিত্যের সাহিত্য মূল্য থাকলেও কালচারালি ও ফিলসফিক্যালি পুওর তার রচনাকর্ম।

তিনি বাঙালী মুসলমানদেরকে তাদের নিজস্ব মূল্যে বুঝতে দিতে চান নাই। তাদেরকে সেক্যুলার প্রমাণ করার আপ্রাণ চেষ্টা কইরা গেছেন তিনি। এখনকার অনেক বাঙালী মুসলমানও একই চেষ্টা করে থাকেন।

তাতে সত্যিকারের বাঙালী মুসলমানের কালচার ধামাচাপা পড়ে। একটি শহুরে আধুনিকতাবাদী বাঙালী মুসলমানকে তিনি তৈরি করে গেছেন যে কিনা একই সঙ্গে হিন্দু ও মুসলমানের কালচার ধারণ করে।

যে সময়ে মুসলমানরা হিন্দু বিদ্বেষী এবং হিন্দুরা মুসলমান বিদ্বেষী তখন এই সমস্যার সমাধান হিসাবে মুসলমান ও হিন্দুকে পরস্পরের প্রতি ভালোবাসাময় দেখানোর মাধ্যমে সাহিত্যকর্ম সমাধান হইলেও কালচারাল সংকট তাতে কাটে না, বরং বৃদ্ধি পায়।

বৃদ্ধি পায় এইজন্য যে সংখ্যালঘু উদার হিন্দু বা উদার মুসলমানরা সংখ্যায় বেশি অনুদার হিন্দু বা অনুদার মুসলমানদেরকে কট্টর আদর্শবাদে সংগঠিত করতে থাকে।

সমাজে উগ্রপন্থার যাত্রা আরম্ভ হয়।

আজকের বিজেপির উত্থানের পিছনে যে তৎকালীন নজরুলের প্রভাব কাজ করে নাই তা আপনি বলতে পারেন না।

মুসলমান বা হিন্দু অন্য হিন্দু বা মুসলমানের সংস্কৃতি গ্রহণ না কইরা‌ই যদি একত্র বাস করতে পারে তবে সেইটাই হবে সত্যিকারের অসাম্প্রদায়িকতা।

সংস্কৃতি নাশ কইরা ধর্ম সমন্বয় ছিল সম্রাট আকবরের দুই নম্বরী। ওইটা নজরুল আরেকবার চেষ্টা করছিলেন। তার ফল আজকের জামাত ও বিজেপি।

সম্ভবত।

১৫/১১/২০২০

Leave a Reply