জানুয়ারির ১০ তারিখে ইউটিউবে আসছে একটা শর্টফিল্ম ‘বৈষম্য’। নাখাস্তা জিনিস। শর্টফিল্মটির অন্তর্নিহিত জিজ্ঞাসাটি খুব দুর্বল। তা অনেকটা এই রকম:
“আপনি মেয়ে হয়ে ছেলেদের মত যদি জামা খুলে হাঁটতে না পারেন তাইলে সিগারেট কেন খাবেন।”
????
হা হা হা, কী সুন্দর ছাগলস জিজ্ঞাসা!
প্রথমত সিগারেট ছেলেদের কোনো খাবার না যে ছেলেরা খায় বইলা মেয়েরা তা খায় বা খাবে।
মেয়েরা নিজেদের সিগারেট নিজেরা খায় ও খাবে, সেইটা ছেলেরা না খাইলেও তারা খাইতে পারে।
যার ইচ্ছা হয় না সে খাবে না।
আর ছেলেরা তাদের সাধের যৌন অঙ্গ কিংবা নিপল দেখাইয়া হাঁটতে পারলেও মেয়েরা তা করতে যাবে না, কারণ ছেলেদের মত না মেয়েরা।
মেয়েদের ইজ্জতের বা সম্মানের ধারণা বা ভদ্রসমাজের ধারণা গড়ে ছেলেদের চাইতে সূক্ষ্ম ও গভীর।
মেয়েদের দুনিয়া বুঝতে চেষ্টা করেন হে নিপল বিপ্লবীগণ!
– – – – – – – – – –
বিজ্ঞাপন: আমার সম্পর্কে আরো বেশি জানতে ভিজিট করেন: bratyaraisu.me