কেন কলকাতার বাংলা হইতে ঢাকার বাংলা আগাইন্না

সব ভাষা বা ভাষার সব ধরনই এক—এ রকম চিন্তা ছাগলদের।

ইংরাজি ভাষা অন্য সব ভাষার চাইতে উপরে। কেন উপরে?

যেহেতু সব ভাষা এক না।

ভাষা অস্ত্র, ভাষা কৌশল। অর্থাৎ ভাষা ও ভাষার ধরন মাত্রই একই মর্যাদা বা মাপে অবস্থান করে না। একই ভাষা একেক কালে একেক দশা প্রাপ্ত হয়।

যেমন কলকাতার আর ঢাকার বাংলা এক বাংলা না। ঢাকারটা আগানো।

চিন্তা বা বুদ্ধি এর কারণ না। তবে যে ভাষা আগানো তার চিন্তা অগ্রসর হইয়া থাকে ভাষার কারণে।

ভাষা অগ্রে, চিন্তা না।

লোকে চিন্তা দিয়া ভাষা করে না, ভাষা দিয়া চিন্তা করে।

ঢাকার ভাষা আগায় থাকার একটা কারণ, ঢাকার লোকেরা পূর্ণ বাক্যে কথা বলে কম। যেইটা কলকাতার কেরানি বাংলার শিক্ষিত বৈশিষ্ট্য।

পূর্ণ বাক্য মানে ইঙ্গিত বা সংকেতের বিলোপ।

ইঙ্গিত বা সংকেত হ্রাস পাইলে ভাষাও ক্রমে অর্থ হারাইতে থাকে।

৩/১০/২০১৯

Leave a Reply