আমার চাইতে অসাম্প্রদায়িক বুদ্ধিজীবী কারা আছে তাদের নাম বলুন।
আমি হিন্দুরে হিন্দু ও মুসলমানরে মুসলমান বলতে পারি।
হিন্দু বা মুসলমানরে ‘মানুষ’ হিসাবে পরিচয় দান ঘোর সাম্প্রদায়িকতা।
হিন্দুর পরিচয় বা দেশের যে কোনো ছোট বর্গের পরিচয় লুপ্ত কইরা মানুষ হিসাবে যখন পরিচয় দেওয়া হয় তখন বোঝানো হয় তাদের নিজ নিজ পরিচয়ে পরিচিত হওয়ার অবস্থা বাংলাদেশে নাই।
এটি কেবল সাম্প্রদায়িকতাই নয়, নিজের দেশকে সাম্প্রদায়িক দেশ হিসাবে ঘোষণা দেওয়াও।
হাই সাম্প্রদায়িক দেড় ব্যাটারি বুদ্ধিজীবীরা, আগে বই পইড়া শেষ করো!
২৫/১০/২০১৬