রাজনীতি বনাম রাজনৈতিক সচেতনতা

“রাজনীতি করা” আর “রাজনৈতিক সচেতনতা করা” এক কাম না।

বেশিরভাগ রাজনীতি করা লোকই “রাজনীতি সচেতন” বা “পলিটিক্যালি কনশাস” না। সেই কারণেই লোকাল পলিটিক্সে দরকার রাজনীতি করা লোক, নট রাজনৈতিক সচেতন লোক।

মানুষকে রাজনীতি সচেতন কইরা রাজনীতি করানো যায় না, বরং লোকে যত রাজনীতি সচেতন হইতে থাকে ততই তাদের মধ্যে রাজনীতি করার বাসনা কমতে থাকে।

কারণ কী, এই রকম হওয়ার?

কারণ, যত রাজনীতি সচেতন হইতে থাকে ততই সে ব্যক্তি-আমিতে পরিণত হইতে থাকে। সমষ্টির দোষ ধরতে থাকে। রাজনৈতিক সচেতনতা অনেক কিছু বাদ দিতে শেখায়। বিপরীতে রাজনীতি শিখায় গ্রহণ করতে।

সমাজে ও সভ্যতায় রাজনীতির যেমন দরকার, রাজনৈতিক সচেতনতারও দরকার।

দুইটার মধ্যে তালগোল পাকানো লোকেরা, রাজনীতিরে যেমন নষ্ট করে তেমনি রাজনৈতিকভাবে “অসচেতন” কইরা তোলে মানুষজনকে।

রাজনীতি সচেতন মানুষেরা মূলত রাজনীতি করা লোকেদের সমালোচনার মাধ্যমে রাজনীতিকে সঠিক পথ দেখায়।

রাজনীতি সচেতন লোকেদের পথ দেখানোর প্রয়োজন হয় না। কারণ পথ দেখতে পাইছে বইলাই তারা রাজনীতি সচেতন।

২/৮/২০২২

ফেসবুক কমেন্ট পড়ার জন্যে নিচের লিংকে ক্লিক করেন:
ফেসবুক প্রোফাইলফেসবুক পেইজ

Leave a Reply