কম পয়সা অলা, কম জানা, একাডেমিক পড়াশোনা না করা, রুচিহীন বইলা সাব্যস্ত লোকদেরকে আপনারা ‘ফকিন্নি’ বলেন।
আমি পছন্দ করি এমন সব ফকিন্নিদের লাইনে দাঁড়াইতে।
অনেকে আমার বিষয়ে বিবিধ অভিযোগ তোলেন, মিডল ক্লাসের একজন সক্রিয় সদস্য ভাইবা। কিন্তু আমি তো আপনাদের লোক না! আমি তো অ্যাটেনশন সিকিং-রে পাপ মনে করি না।
ফকিন্নিদের অধিকার বন্ধ করার পক্ষে তো আমি না। মানুষের ব্যক্তিগত ও গোষ্ঠিগত রুচি ও বিদ্যার অবস্থা যার যেইরকম আছে তা মানুষ যাতে প্রকাশ করতে পারে সেই ফাইট আমি করি।
যারা তর্ক করতে আসেন তাদের কাছে আমার নিজের দুরবস্থা লুকাইতে গিয়া বই তাদেরকে আপডেট করতে বা অমুক তমুক বই পড়তে কি নানান নামের তসবি গুনতে পাঠাই না।
দুঃখের ব্যাপার এখনো আপনারা ধইরা রাখছেন, আমি একজন শিক্ষিত মিডল ক্লাস হিসাবে মিডল ক্লাসের সব দুই নম্বর বৈশিষ্ট্যগুলি ধইরা রাখবো, তা নিয়া অন্ধের মতো গর্ব করতে থাকবো, যেমন আপনারা করেন!
না, আমি মানুষের স্বভাব, বৈশিষ্ট্য, রুচি, বিদ্যাকে যার যার তার তার মনে করি। অন্য মানুষের উন্নয়ন দরকার এমন বর্ণবৈষম্যবাদী চিন্তা আমার নাই।
যে যেই রকম আছে, সে ঠিক আছে।
২৫/৭/২০২২