বড় কবিরা তরুণ কবিদের কী করবে

বাজে কবিতা লেখা তরুণ কবিও কবিই। সম্ভাবনাময় তরুণ কবিদের পিছনে বড় কবিদের সময় নষ্ট করতে দেখি।

তরুণ কবিদের বাড়তে দেওয়ার কিছু নাই। তারা কবির মতই বড় হবে। আপনি চান বা না চান।

আপনার হস্তক্ষেপ তাদের দ্রুত বর্ধনে অবদান রাখবে ঠিক। কিন্তু তাদের স্বাভাবিক বিকাশকে আপনি আপনার পঠন-পাঠন দিয়া প্রভাবিত যে করতেছেন তাতে তরুণ কবিদের কবিতার জগত নিয়া নিজের ধারণায় পৌঁছাইতে বেশ টাইম লাগাইয়া দিবেন আর কি।

কী করা। সক্রেটিস পর্যন্ত তরুণ কবিদের গোয়া মারতে পছন্দ করতেন।

১০/৯/২০১৪

Leave a Reply