রাষ্ট্র ব্যাপারে নীরব গম্ভীর থাইকা দেশপ্রেম কী কইরা ঘটে?

রাষ্ট্র, জাতি বা সরকারের বাইরে দেশের অস্তিত্ব কোন আসমানে শুনি?

যারা মনে করেন রাষ্ট্র আর দেশ এক্কেবারে আলাদা তারা রাষ্ট্র থিকা দেশরে ভিন্ন একটা বিষয় মনে করেন কি? তো সেই দেশ বস্তুটা কী?

আমি মনে করি, রাষ্ট্র দেশের গুণ বা রূপ বা বৈশিষ্ট্য।

তাই রাষ্ট্র যা করে দেশ তা করে না এমন শান্তির অবসর নাই। দেশে আজ এই রকম রাষ্ট্র কাল ওই রকম।

কিন্তু সাম্রাজ্য বা রাষ্ট্রপুঞ্জ ‘দেশ’ ধারণারে বিপদে ফেলায় দিছে। দেখা যাচ্ছে দেশের মধ্যে জন্ম নেয়া রাষ্ট্র অন্য দেশ দখল কইরা এক নামে রাষ্ট্ররে বা কখনো দেশরেও ভুক্ত করতে সক্ষম। সে অর্থে দেশ কোনো পিওর ভৌগলিক ধারণার মধ্যেও থাকে না, জাতিধারণার মধ্যেও না। দেশরে যারা আকাট ভৌগলিক বা জাতিগত এনটিটি হিসাবে নেন তাদের দেশপ্রেম ধর্মের মতোই আধ্যাত্মিক।

সেই রকম দেশের অস্তিত্ব কই? রাষ্ট্র আর দেশ শ্রেণীকক্ষে আলাদা কইরা দেখা যত দরকার, দেশপ্রেম অলাদের প্রেম নির্ণয়ের কালে রাষ্ট্র না দেশ সে বিভাগের খুব প্রয়োজন দেখি না। বাংলাদেশ দেশ আর রাষ্ট্রের বিভাগে আপনাদের দেশপ্রেম কেমোনে আলাদা করেন শুনি।

আপনাদের রাষ্ট্র ব্যাপারে নীরব গম্ভীর থাইকা দেশপ্রেম কী কইরা ঘটে?

৭/৭/২০১৪

Leave a Reply