মিডল ক্লাসের মর্যাদার পূজাই সমস্যা। শ্রেণীসমস্যা।
হুজুরদের কানের চাইতে মাষ্টারদের কানের মর্যাদা অধিক নয়। তবে এই অধিক নয়ই যদি বুঝত তাইলে কি আর ফকিন্নি মিডল ক্লাস মিডল ক্লাস থাকে।
আমি আগেই বলছি, মর্যাদাই প্রথম দুর্নীতি। এখন বলা যাক এইটা রাজনৈতিক দুর্নীতি। ছাড় দেওয়ার কিছু নাই।
যারা শিক্ষকের মর্যাদা হানিতে ব্যথিত কিন্তু অন্যদের মর্যাদাহানিতে নয় তারাই আমাদের শ্রেণীসমস্যা।
কান ধরানোতে ততটুকুই মানহানি যতটুকু চড় কিংবা কিলঘুষিতে হয়।
মর্যাদাহানিতে কাইন্দা কাইট্টা অস্থির মিডল ক্লাসের ছলো ছলো স্বার্থপর চক্ষুই সমাজের আসল প্রবলেম।
আমি অবশ্যই শিক্ষকের মর্যাদাহানিতে ব্যথিত, কিন্তু তা আর সব কান ধরাধরির ঘটনার চাইতে বেশি ব্যথিত আমাকে করে না।
আমি কি খারাপ?
১৭/৫/২০১৬