মানবাধিকার কখন কানবে!

mizanlimon

পঙ্গু হাসপাতালে লিমন হোসেনকে দেখতে এসেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান

লিমন হোসেনের র‌্যাব সদস্য কর্তৃক গুলি খাওয়া ও পা হারানোর ঘটনায় অনেকেই দুঃখ পাইছেন কি কান্নাকাটি করছেন–তা দরদী সমাজের লক্ষণ। কিন্তু সমাজের এই দুঃখবোধের অর্থ কী? দেখা যাইতেছে, মানব-এর পায়ে গুলি করার জন্য কিন্তু এই দুঃখ হয় নাই। কারণ মানব তো আকছার ক্রসফায়ারে মারাই যাইতেছে। তা নিয়া প্রকাশ্যে কোনো মানবাধিকারকর্মীরে তো কানতে দেখলাম না!

অপরাধী মারা যায় বইলা এই সমাজ আর দুঃখ পাইতে রাজি নাই। কেবল নিরপরাধ মানবদের ব্যাপারে প্রকাশ্য দুঃখ আর কান্নাকাটি অপরাধী মানবদের ক্রসফায়াররে জাস্টিফাই করে। এবং তা করে মানবাধিকারকর্মীদের চোখের জলের বিনিময়ে। আমার জিজ্ঞাসা, মানবাধিকারকর্মীরা কেন এই ভাবে র‌্যাবের ক্রসফায়াররে বৈধতা দিতে যান! লিমনের ঘটনার তদন্তের কী অর্থ আছে যদি ক্রসফায়ারে অপরাধীদের মৃত্যু জারি থাকে এই দেশে এবং তা নিয়া মানবাধিকারকর্মীরা আদৌ কানতে না পারেন?

৮/৪/২০১১

Leave a Reply