স্বতঃস্ফূর্ততা = অতি-অভিনয়

স্বতঃস্ফূর্ততার আরেক নাম অতি-অভিনয়।

বাংলা নাটকে এই অতি-অভিনয়ের শুরু আমার দেখায় গ্রেট হুমায়ূন আহমেদের ‘এইসব দিনরাত্রি’ (১৯৮৫-৮৬) ধারাবাহিক থিকা।

‘এইসব দিনরাত্রি’ ধারানাটকে ভাবি চরিত্রে ডলি জহুর (জ. ১৯৫৩) স্বতঃস্ফূর্ততার অতি-অভিনয় শুরু করলেন।

সেই থিকা মোস্তফা সরয়ার ফারুকীর (জ. ১৯৭৩) বিবিধ বা প্রায় সব নাটক বাহিত হইয়া এখন মোশাররফ করিমে (জ. ১৯৭২) এই স্বতঃস্ফূর্ত অতি-অভিনয়ের জয়-জয়কার। আরো অনেকের মইধ্যেই এইটা আছে।

আমার তো দম বন্ধ হইয়া আসে। ছ্যাহ্‌।

লোকে আবার এগুলি খায়ও!

১৩/৭/২০১৫

Leave a Reply