হিন্দুত্ববাদের উত্থান অবশ্যম্ভাবী। ইসলামেরও। সাম্রাজ্যবাদের বিনাশ ধর্মের উত্থান ছাড়া সম্ভব হবে না।
সাম্রাজ্যবাদের বিনাশের আগে ধর্মের বিনাশ সম্ভব না। অদ্ভুতভাবে সাম্রাজ্যবাদই ধর্ম টিকায় রাখতেছে। নাইলে বিজ্ঞানের যেই অগ্রগতি ধর্ম থাকার কথা ছিল না।
যদি সাম্রাজ্যবাদ না থাকে তবে ধর্ম থাকবে কিনা ভাবার বিষয়। মানে ধরেন সাম্রাজ্যবাদ নাই। ধর্মীয় রাষ্ট্র আছে। ভবিষ্যৎ কী? আমি ভাবতে না পারলেও পৃথিবীর নিকট ভবিষ্যৎ এই রকমই মনে হয়।
কারণ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এখন ধর্মই একমাত্র সক্রিয় শক্তি।
১২/৭/২০১৪